❖ আমার কিছু নেই, আমি কিভাবে উপরে উঠবো ?
:: নিকোলাস ক্রেজ - 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারে পপকর্ন বিক্রি করতো।
:: আপনার প্রিয় গায়ক "বন জোভি" প্রথম জীবনে বাড়িঘর সাজানোর ডেকোরেটরের কাজ করতো।
:: আমার প্রিয় অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো!
:: বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন, প্রতিদিন কাজ
খোজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে ২০ টাকা করে ধার নিতেন।
❖ আমি গরিব ঘরের সন্তান:
:: বিস্ময়কর ফুটবলার একসময় নিজের ফুটবলের ট্রেনিং এর খরচ যোগাতে চা দোকানে কাজ করতেন।
:: আন্ড্রু কার্নেগী প্রচুর গরীব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারে কাজ
করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন।
❖ আমি সামান্য একটা চাকরি করি, এ থেকে কি করতে পারি
:: হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেল বয় এর কাজ করতো।
❖ আমি পড়াশোনায় ভালো না:
:: থমাস এলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা, গাধা বলে রাগাত। তিনি
পড়াশোনায় ভালো ছিলেন না। তবু তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।
❖ আর আমি যখন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিব তখন আমার বাবা বৃত্তি
পরীক্ষার গাইড বই ও বৃত্তি কোচিং এর খরচ দিতে পারেন নাই, আল্লাহর রহমতে
বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম।
জীবন থেমে থাকে না, আপনি না
চাইলেও সময় গড়াবেই। ভবিষ্যতকে আপনার মোকাবেলা করতেই হবে। তাই অহেতুক আর কোন
অজুহাত নয়, এবার সময় বিশ্বকে জয় করার। সাহস নিয়ে বলুন . . . . . "আমি
পারবোই"